সিলেটের বিশ্বনাথ উপজেলায় এক ইউপি সদস্যকে স্থায়ীভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ (ইউনিয়ন পরিষদ শাখা)। বরখাস্ত হওয়া আলতাব আলী উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদ সদস্য ও স্থানীয় লালটেক গ্রামের মৃত বাবরু মিয়ার ছেলে।
চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় সংশ্লিষ্ট দপ্তরের প্রজ্ঞাপন অনুযায়ী তাকে বরখাস্ত করা হয়েছে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান। গেল ৪ জুন বরখাস্তের নির্দেশনা এলেও সম্প্রতি তার নির্বাচনী ওয়ার্ড শূণ্য ঘোষণা করা হয়।
সূত্র জানায়, সিলেট জেলার কোম্পানীগঞ্জ লামাগ্রাম’র মৃত জহুর আলীর ছেলে আকবর আলী বাদী হয়ে ইউপি সদস্য আলতাব আলীর বিরুদ্ধে আদালতে চেক জালিয়াতির মামলা দেন। ওই মামলায় ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর আলতাব আলীকে দোষী সাব্যস্থ করে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ডে দন্ডিত করেন আদালত। মামলার দন্ডপ্রাপ্ত হওয়ায় প্রথমে তাকে সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। পরবর্তীতে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪ (৪) (খ) ধারার অপরাধে আলতাব আলীকে ইউপি সদস্যের পদ থেকে অপসারণ করা হয়। পরে গেল ৪ জুন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বরখাস্তের বিষয়টি কার্যকর করা হয়।
এ বিষয়ে কথা হলে ইউএনও (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান বলেন, শূণ্য ঘোষিত পদে ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার