সিলেটে রাস্তার পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শার্টের পকেট থেকে বুকে ব্যথা উপশমের স্প্রেসহ কয়েক প্রকার ওষুধ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মোগলাবাজার থানাধীন শিববাড়ি ষাটঘর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মোগলাবাজার থানার ওসি আকতার হোসেন জানান, শিববাড়ি ষাটঘর এলাকায় আনুমানিক ৫০ বছর বয়সী এক পুরুষের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ওই ব্যক্তির পরণে গ্যাবাডিন প্যান্ট ও চেক হাফ হাতা শার্ট ছিল। তার শার্টের পকেটে বুকে ব্যথানাশক এনরিল স্প্রে এবং ম্যাক্সিমা ও ডমিলিন নামক ওষুধ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে ওই ব্যক্তি মারা যেতে পারেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার