স্বাস্থ্যবিধি না মেনে মাস্কবিহীন রাস্তায় চলাফেরা করায় সিলেটে বিশ্বনাথ উপজেলায় ১০ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে উপজেলা সদরে এ অভিযান পরিচালনা করেন ইউএনও (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান।
করোনার ঝুঁকি এড়াতে জনসমাগম ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পরিচালিত হয় এ অভিযান। অভিযানকালে মাস্ক না পরে চলাফেরা করায় দণ্ডবিধি ১৮৬০ এর বিভিন্ন ধারায় ১০ মামলায় ১০ জন ব্যক্তিকে আর্থিক দণ্ড/জরিমানা প্রদান করা হয়।
এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান বলেন, করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে ও বিশ্বনাথের জনগণকে সচেতন করেত আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/আরাফাত