১ জুলাই, ২০২০ ১৬:২৭

সিলেটে করোনায় কোন উপজলোয় কতজন মারা গেলেন

নিজস্ব প্রতিবেদেক, সিলেট

সিলেটে করোনায় কোন উপজলোয় কতজন মারা গেলেন

প্রতীকী ছবি

সিলেট মহানগর ও জেলার ১৩ উপজলোয় গতকাল মঙ্গলবার (৩০ জুলাই) পর্যন্ত মহামারি করোনায় মৃত্যুবরণ করেছেন মোট ৫৯ জন। এর মধ্যে বেশি মৃত্যু সিলেট মহানগর এলাকায়। তারপরেই সিলেট সদরের অবস্থান।

জানা গেছে, গতকাল সকাল ৮টা পর্যন্ত মহানগরসহ সিলেট জেলায় ভয়ঙ্কর করোনাভাইরাস কেড়ে নিয়েছে ৫৯ জনের প্রাণ। গত ২৪ ঘণ্টার আরও ২ জনকে নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৬১ জন। তবে কোন উপজেলায় কতজন মারা গেছেন জানতে চাইলে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় থেকে ৫৯ জনের হিসাব দেয়া হয়।

এই ৫৯ জনের মধ্যে সিলেট মহানগর ও সদর উপজেলায় মৃত্যুবরণ করেছেন ২৭। এর মধ্যে মহানগরে ১৮ জন ও সদর উপজেলায় ৯ জন। তারপরেই আছে গোলাপগঞ্জের অবস্থান। এ উপজেলায় করোনায় গতকাল পর্যন্ত মারা গেছেন মোট ৭ জন।

এছাড়াও কানাইঘাট ও বিয়ানীবাজারে ৫ জন করে, দক্ষিণ সুরমা, গোয়াইনঘাট ও কানাইঘাটে ৩ জন করে, বিশ্বনাথ ও ওসমানীনগরে ২ জন করে এবং কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরে ১জন করে মারা গেছেন।

তথ্যগুলো আজ বুধবার নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর