২০০৫ সালে ১৭ আগস্ট সিলেটসহ দেশের ৬৩ জেলায় সিরিজ বোমা হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিলেট জেলা আওয়ামী লীগ। সোমবার দুপুরে সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেন, ২০০৫ সালের সিরিজ বোমা হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। দেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে ৬৩ জেলায় একযোগে এ হামলা চালায় বিএনপি-জামায়াত সরকারের মদদপুষ্ট জঙ্গিরা।
তিনি বলেন, বিএনপি-জামাতের পৃষ্ঠপোষকতায় দেশে জঙ্গিবাদের উত্থান হয়। তারা দেশ ও দেশের মানুষের জীবন নিয়ে খেলেছিল। মানুষ বিএনপি জামায়াতের এই জঙ্গিবাদকে চিরদিনের জন্য প্রত্যাখ্যান করেছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, মোহাম্মদ আলী দুলাল, সাইফুল আলম রুহেল, কবির উদ্দিন আহমদ, ফারুক আহমদ, অ্যাডভোকেট রনজিত সরকার, এমাদ উদ্দিন মানিক, ডা. আরমান আহমদ শিপলু ও মো. আবদাল মিয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর