সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের কবর জিয়ারত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বুধবার দুপুর সাড়ে ১২টায় নগরীর মানিকপীর টিলায় কামরানের কবর জিয়ারত করেন তিনি।
জিয়ারত শেষে অশ্রুসিক্ত নয়নে বদর উদ্দিন আহমদ কামরানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন পররাষ্ট্রমন্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও কামরানপুত্র ডা. আরমান আহমদ শিপলু, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা