সিলেট নগরীর জিন্দাবাজারস্থ এলাকায় পাঁচটি প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ জানান, এএসপি আফসানের নেতৃত্বে র্যাব-৯ এর একটি টিমের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাদ্য দ্রব্য সংরক্ষণ, খাদ্য দ্রব্যে নিষিদ্ধ রাসায়নিকের মিশ্রণ এবং অতিরিক্ত মূল্যে খাদ্যদ্রব্য বিক্রির দায়ে এই জরিমানা করা হয়।
তিনি জানান, এক ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান ও জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন