সিলেটে পৃথক অভিযানে চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। শনিবার দিবাগত রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। রবিবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
র্যাব জানায়, সিলেট শহরতলির খাদিমপাড়ায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে একটি প্রাইভেটকারসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের ওসমানীনগর থানার কাফনালপাড়ার কামরুল খান (১৯) ও তার ভাই রেজাউল ইসলাম (২২) এবং একই থানার নিজকুরুয়া গ্রামের রেজাউল ইসলাম (২২)। তাদের কাছ থেকে তিনটি ছোরাও জব্দ করা হয়েছে।
এদিকে, সিলেট নগরীর মির্জাজাঙ্গাল থেকে ছিনতাই কয়ে পালিয়ে যাওয়ার সময় জনতার সহযোগিতায় এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেফতার মামুনুর রহমান (২৮) সিলেটের গোলাপগঞ্জের বাঘা দৌলতপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, নগরীর দাড়িয়াপাড়া এলাকার বাসিন্দা হিমাংশু দাস নামে এক ব্যক্তির মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যাচ্ছিলেন মামুনুর রহমান। ওই সময় হিমাংশু চিৎকার দিলে আশপাশের লোকজন ধাওয়া দিয়ে মামুনুরকে আটকে পুলিশে সোপর্দ করেন। পরে মামলা দায়ের করে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মামুনুরের বিরুদ্ধে কোতোয়ালী থানায় দ্রুত বিচার আইনে আরেকটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার