সিলেটে ছিনতাইর শিকার হয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। মঙ্গলবার ভোর ৫টার দিকে নগরীর হুমায়ূন রশীদ চত্বরে বাস থেকে নেমে রিকশায় বাসায় ফেরার পথে শাহজালাল সেতুর উপর তিনি ছিনতাইর শিকার হন। ফরহাদ হোসেন নামের ওই শিক্ষক ঢাকা থেকে ফিরছিলেন। তিনি একটি ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক।
ওই ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মো. শাহানশাহ মোল্লা জানান, ছিনতাইকারীরা ফরহাদ হোসেনের হাঁটুর উপরে ছুরিকাঘাত করলে তার প্রচুর রক্তপাত হয়। ওসমানী হাসপাতালে ভর্তির পর তাকে রক্ত দিতে হয়েছে। ছিনতাইকারীরা তার কাছ থেকে একটি ল্যাপটপ, তিনটি মোবাইল ফোন ও নগদ পাঁচ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে।
এদিকে, গত সোমবার রাত দেড়টার দিকে নগরীর ধোপাদিঘীরপাড়ে ছিনতাইর চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে জনতা। পরে তাদেরকে পুলিশে সোর্পদ করা হয়েছে। আটককৃতরা হলো- নগরীর তোপখানার আব্দুল করিম সাকিব ওরফে সাকিবুল হাসান ওরফে হীরা (৪২) ও শাহপরান থানাধীন সিরাজনগরের (বাহুবল) ইমান আলী ওরফে মামুন মিয়া (৩০)।
বিডি প্রতিদিন/এ মজুমদার