সিলেটে একটি খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের আউটলেটকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়ের অভিযানে নগরীর মেজরটিলাস্থ আউটলেটকে এ জরিমানা করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ নেতৃত্ব দেন। এই কর্মকর্তা জানান, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয়, পণ্যের গায়ে মূল্য লেখা না থাকা, পণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা না থাকা এবং নির্দিষ্ট তাপমাত্রার চেয়ে অতিরিক্ত তাপমাত্রায় ঔষুধ সংরক্ষণের দায়ে ফিজাকে এ জরিমানা করা হয়েছে।
অভিযানে র্যাব-৯ এর এএসপি কামরুজ্জামানের নেতৃত্বে একটি টিম সহযোগিতা করে। এ দিন অভিযানে মেজরটিলার একটি ফার্মেসিকে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন