সিলেটে ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনার মামলায় গ্রেফতারকৃত তিন ছিনতাইকারীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠায় কোতোয়ালী থানা পুলিশ। এর আগে বুধবার তাদেরকে গ্রেফতার করা হয়।
তিন ছিনতাইকারী হলেন, মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার লংলা লালপুরের সিরাজ মিয়ার ছেলে মাসুদ আহমদ ওরফে ঝাড় মিয়া (৩৪), সুনামগঞ্জের ছাতক থানাধীন খাসগাঁওয়ের মৃত মনফর আলীর ছেলে শুক্কুর আলী আজাদ (২৮) ও সিলেটের জালালাবাদ থানার গালংসার গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শাহ আলম (১৮)।
তাদের মধ্যে মাসুদ আহমদের বিরুদ্ধে সিলেটের দক্ষিণ সুরমা থানায় ৬টি ও কোতোয়ালী থানায় ৫টি মামলা আছে। আজাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় আছে ২টি মামলা। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জ্যোতির্ময় সরকার এ সব তথ্য জানিয়েছেন।
জানা গেছে, গত বুধবার সিলেট নগরীর লালদিঘীরপাড়স্থ একটি ব্যাংকের শাখা থেকে ৭৫ হাজার টাকা উত্তোলন করেন মনিরুজ্জামান নামের এক ব্যক্তি। তিনি নগরীর ঘাসিটুলার বাসিন্দা। ধারালো ছোরার ভয় দেখিয়ে ছিনতাইকারীরা তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় তিনি কোতোয়ালী থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন