সিলেট শহরতলীর টুকেরগাঁও, গৌরিপুর ও নোয়াগাঁও-হিন্দু পাড়াকে সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা টুকেরবাজারস্থ সুনামগঞ্জ রোডে দাবি বাস্তবায়ন পরিষদ আয়োজিত হাজারো জনতার অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এলাকার প্রবীণ মুরব্বী ও দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আবু ঈসা মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে একাত্ততা ঘোষণা করে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেট বিভাগ গণ দাবি পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুর রহমান, প্রবীণ মুরব্বী জালাল উদ্দিন, দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক সদস্য সচিব এডভোকেট ফারুক আহমদ, মাস্টার আব্দুস শুকুর, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক একে এম তারেক কালাম, মাওলানা উসমান গনি, হাফিজ মাওলানা জসিম উদ্দিন, বিশিষ্ট মুরব্বী নজির হোসেন, ১নং ওয়ার্ড সদস্য গিয়াস উদ্দিন, ২নং ওয়ার্ড সদস্য এনামুল হোসেন, ৩নং ওয়ার্ড সদস্য আব্দুল মালেক প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন শাবিপ্রবির স্কুল অ্যান্ড কলেজ বিভাগের প্রভাষক মাছুম আহমদ।
উল্লেখ্য ১,২,৩নং ওয়ার্ড ও ৫নং ওয়ার্ডের খুরুমখলা গ্রামকে নিয়ে সিটি কর্পোরেশনের একটি ওয়ার্ড গঠনের ও দাবি তুলা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত