জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে 'বঙ্গবন্ধু অলিম্পিয়াড' প্রতিযোগিতায় শ্রীমঙ্গল উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠিত ফাইনালে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয় দলকে হারিয়ে শ্রীমঙ্গল উপজেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শ্রীমঙ্গল উপজেলার দলের নেতৃত্বে ছিলেন সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের কৃতার্থ চক্রবর্তী, অতনু দত্ত ও প্রত্যয় দত্ত। মৌলভীবাজার জেলা প্রশাসন থেকে বঙ্গবন্ধুর শাহদাৎ বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এই 'বঙ্গবন্ধু অলিম্পিয়াড' প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।
প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড শেষে রাতেই বঙ্গবন্ধু অলিম্পিয়াড এর উদ্যোক্তা ও পরিকল্পনাকারী, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান’র সভাপতিতে এক ভার্চ্যুয়াল আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলকে ক্রেস্ট, সনদপত্র,বই ও প্রাইজবন্ড দেয়া হয়।
ভার্চ্যুয়াল আলোচনা প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে যুক্ত হন ভাষা সৈনিক, বরেণ্য সাংবাদিক ও সাহিত্যিক আব্দুল গাফফার চৌধুরী। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে যুক্ত হন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার ফারুক আহমদ, মৌলভীবাজার সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসার ড. মো. ফজলুল আলী, মৌলভীবাজারে লেডিস ক্লাবের সভাপতি কবিতা ইয়াসমিন।
বিডি প্রতিদিন/ফারজানা