সিলেটের গোলাপগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের চৌঘরী বাজারে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন গোলাপগঞ্জের ফুলবাড়ি গ্রামের লাল মিয়া (২৭), গোলাপগঞ্জ সদরের ফাজিলপুর গ্রামের বাহার উদ্দিন (৪০) ও হাজীপুরের জাকারিয়া আহমদ (৩০)। অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান, ঘটনাস্থল থেকে বাস ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছেন।
বিডি প্রতিদিন/ফারজানা