সিলেট শহরতলীর হাটখোলা এলাকা থেকে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ইসমত আলী নামের ওই যুবক হাটখোলা গ্রামের মৃত মশাহিদ আলীর ছেলে।
শনিবার (২৯ আগস্ট) সকালে বাড়ির পাশের একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
পারিবারিক সূত্র জানায়, গত শুক্রবার রাতে নদীতে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হন ইসমত আলী। ভোরে বাড়ির পাশের একটি গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইসমত আলী আত্মহত্যা করতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/ আবু জাফর