সিলেটের বিশ্বনাথে এক প্রবাসীর বাড়িতে রাতের আঁধারে লুটপাট করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার (৩১ আগস্ট) উপজেলা অলংকারি ইউনিয়নের মীরগাঁও গ্রামের সৌদি প্রবাসী মাহমদ আলীর বাড়ীতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে বিশ্বনাথ থানা পুলিশ।
মাহমদ আলীর ছেলে খালেদ মিয়া জানান, গত রবিবার তার বোনের বিয়ে হয়। পরের দিন সোমবার বাড়ি তালাবদ্ধ করে পরিবারের সবাই বোনের বাড়ি যান। পরে সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেন ঘরের প্রত্যেকটি কামরায় আগুন জ্বলছে। পড়শীদের নিয়ে আগুন নিয়ন্ত্রণে এনে ঘরে প্রবেশ করে তারা দেখতে পান স্টীলের আলমিরা ভাঙ্গা ও সব কিছু এলোম্যালো ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। আলমিরায় রাখা স্বর্ণালংকার ও নগদ টাকাও নেই।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ শামীম মূসা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল