সিলেটের গোয়াইনঘাটের গুরকচি এলাকায় টমটম চালক কিশোর শাহিন আহমদকে নৃশংস খুনের ঘটনার মূল হোতা আবুল বাশার আবুল বশরকে (৩২) গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত বশর গোয়াইনঘাট থানার গুরুকচি পূর্বপাড়া সাকিনের মৃত মদরিছ আলীর ছেলে।
রবিবার তাকে আদালতে হাজির করলে সে খুনের সাথে জড়িত মর্মে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পরে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
জানা গেছে, গত ২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় আসামী বশরকে সিলেট শহরের পাঠানটুলা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পর দিন তাকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডে নেয়া হয়। জিজ্ঞাসাবাদে সে (আসামি) শাহিনকে খুনের কথা অকপটে স্বীকার করে।
উল্লেখ্য, গত ৩০ আগস্ট রাত ১০টার পর থেকে গোয়াইনঘাট থানাধীন নিয়াগুল গ্রামের আবুল কাশেমের ছেলে টমটম চালক শাহিন আহমদ (১৪) টমটম চালাতে গিয়ে নিঁখোজ হন। অনেক খোঁজাখুঁজি করার পর ৩১ আগস্ট ভোরে গুরুকচি বাজার সংলগ্ন কাটাখাল নামক ব্রিজের নিচে তার লাশ পাওয়া যায়।
বিডি প্রতিদিন/আরাফাত