সিলেটের বিশ্বনাথ উপজেলায় রিকশাচালক শফিক মিয়া খুনের সাথে জড়িত সন্দেহে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার যুবকের নাম জামাল উদ্দিন খান (৩২)। সে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার কালাপুর গ্রামের বাসিন্দা।
রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে শনিবার সন্ধ্যায় বিশ্বনাথ উপজেলা সদর থেকে জামালকে গ্রেফতার করে পুলিশ।
পুুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রিকশাচালক হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়। হত্যার রহস্য উদঘাটন করতে তার ৫ দিনের রিমান্ডও চেয়েছে পুলিশ।
বিশ্বনাথ পুলিশের ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী বলেন, সন্দেহভাজন হিসেবে একজনকে গ্রেফতার করা হয়েছে। এ হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনে তৎপর রয়েছে পুলিশ।
প্রসঙ্গত, গেল ২৯ আগস্ট রাত ১০টার দিকে রিকশাচালক শফিক মিয়ার রক্তাক্ত নিথর দেহ সদর ইউনিয়নের রাজনগর দাশপাড়া গ্রামের রাস্তা থেকে উদ্ধার করে পুলিশ। শফিক মিয়া মানিকগঞ্জের সিংরাই থানার পারিল নওয়াদা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। তিনি সপরিবারে বিশ্বনাথ উপজেলার জানাইয়া রোডের মস্তাব আলীর কলোনীতে বসবাস করতেন। পরে এ ঘটনায় শফিকের ছোট ভাই বাদী হয়ে থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন