সিলেটের বিশ্বনাথ উপজেলা ও পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উপজেলা ছাত্রদলের ২০ সদস্য ও পৌর ছাত্রদলের ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে আহ্বায়ক কমিটির অনুমোদন দেন সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন নাদিম।
তাদের যৌথ স্বাক্ষরিত অনুমোদন লিপিতে নিদের্শনা দেওয়া হয়েছে, আগামী দুই মাসের মধ্যে উপজেলার সকল ইউনিয়ন ও পৌর ওয়ার্ড ছাত্রদলেরও নতুন কমিটি গঠনের।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন-আহ্বায়ক হোসাইন আহমদ প্রবেল, যুগ্ম-আহ্বায়ক এনামুল হক, রাসেল আহমদ, সানুর মিয়া, আলম খান, আখতার আহমদ, রেদওয়ান আহমদ ডালিম, কয়েছ আহমদ সবুজ, আব্দুল বাছিত, আব্দুস সালাম জুনেদ, আবুল তুহিন কালাম, সদস্য সচিব ফাহিম আহমদ, সদস্য মোহাম্মদ আলী, আবু তাহের মিছবাহ, আব্দুল কাইয়ুম, মিজান আলী, মামুন আহমদ, হাবিবুর রহমান আরফি, সুলতান আহমদ ও নূর উদ্দিন সামি।
পৌর ছাত্রদলের দায়িত্বপ্রাপ্তরা হলেন-আহ্বায়ক ফখরুল ইসলাম রেজা, যুগ্ম-আহ্বায়ক জুনেদ আহমদ, আব্দুল মজিদ বকুল, খালেকুজ্জামান চৌধুরী, আবু বক্কর সিদ্দিক, সদস্য আব্দুল কুদ্দুছ রাজু, সদস্য জাকির হোসেন ইমন, মোবারক হোসেন রাজু ও আল আমিন নয়ন।
বিডি প্রতিদিন/এমআই