জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা বিআরডিবি হলরুমে আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে এই চারা বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুনু মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান, থানার ওসি শামীম মূসা, উপজেলা প্রকৌশলী আবু সাইদ ও কৃষি কর্মকর্তা রমজান আলী প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই