সিলেটের স্থানীয় দৈনিক ‘একাত্তরের কথা’র সম্পাদক চৌধুরী মুমতাজ আহমদ ও প্রকাশক নজরুল ইসলাম বাবুলসহ ৭ সাংবাদিকের বিরুদ্ধে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ছালেহ আহমদ সেলিমের ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবের উদ্যোগে শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালিত হয়। সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আল আজাদের সভাপতিত্বে ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মনিরের পরিচালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মঈন উদ্দিন, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদুজ্জামান চৌধুরী, অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সিলেট বিভাগীয় সমন্বয়ক ফখরুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক কমিশনের সভাপতি ফয়ছল আহমদ বাবলু, লোক গবেষক সুমন কুমার দাশ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের সাধারণ সম্পাদক শংকর দাস, উদীচী সিলেটের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী ও সাংবাদিক ইয়াহইয়া মারুফ।
বিডি প্রতিদিন/আবু জাফর