মায়ের অভিযোগে যুবকের কবল থেকে মেয়েকে উদ্ধার
সিলেটে মায়ের অভিযোগের ভিত্তিতে এক যুবকের কবল থেকে ‘অপহৃত’ কিশোরীকে (১৭) উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সিলেট মহানগরীর জালালাবাদ থানার আখালিয়া নোয়াপাড়া থেকে ভিকটিমকে উদ্ধার ও মামলার আসামি অলক তালুকদারকে (২০) আটক করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে ভিকটিমের মা জালালাবাদ থানায় অপহরণ মামলা করেন। মামলার এজাহারে তিনি বলেন, গত ২৪ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে সুনামগঞ্জ জেলার দিরাই থানার সমিপুর গ্রামের মৃত অনিল তালুকদারের ছেলে অলক তালুকদার তার নাবালিকা মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। অলক তালুকদার বর্তমানে জালালাবাদ থানার আখালিয়া নোয়াপাড়া এলাকার আশরাফের কলোনিতে বসবাস করছে। কিশোরীটিকে অপহরণ করে সে ওই কলোনির বাসায় রেখেছে। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার ও মামলার আসামিকে গ্রেফতার করে বলে জানিয়েছেন জালালাবাদ থানার ওসি মো. নাজমুল হুদা খান।
বিডি প্রতিদিন/হিমেলআপনার মন্তব্য
পরবর্তী খবর