সিলেটের বিশ্বনাথে গাড়ি চাপায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম আকিকুর রহমান (৫)। সে কিশোরগঞ্জের ইটনা থানার জয়সিদ্ধি গ্রামের উসমান গণির ছেলে।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার কালিগঞ্জের আল-আমীন ইটভাটার সামনে এ ঘটনা ঘটে। ইটভাটা শ্রমিক বাবার সাথে ওখানেই বসবাস করছিল সে।
প্রত্যক্ষদর্শী ও ইটভাটার সরদার মো. নুরুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে শিশু আকিকুর সড়কের একপাশে হাঁটছিল। এসময় ইটভাটা সংলগ্ন আক্তারের মুদি দোকানের সামনে জগন্নাথপুরগামী পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। পরে তাকে দ্রুত সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই দেবাশীশ শর্ম্মা ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, শিশুটির লাশ সিলেট ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে। ঘাতক গাড়ি জব্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই