সিলেটের কানাইঘাটে নাতির ছোড়া পাথরে মারা গেছেন নানা। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত নাতি আবদুল কাদিরকে আটক করেছে। গত মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের এরালিগুল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুল মালিক ওরফে মলিক মিয়া (৭৩) ওই গ্রামের বাসিন্দা।
জানা যায়, এরালিগুলি খাছাড়িপাড়ার মৃত মরতুজ আলীর ছেলে আবদুল কাদির (৩২) স্ত্রী নিয়ে তার নানীর দ্বিতীয় স্বামী আবদুল মালিক ওরফে মলিক মিয়ার বাড়িতে থাকতেন। গত কিছু দিন থেকে নানা ও নাতির মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এর জের ধরে মঙ্গলবার রাতে স্থানীয় বাজার থেকে ফেরার পথে গ্রামের মসজিদের সামনে আবদুল কাদির তার নানাকে লক্ষ করে পাথর ছুড়ে মারে। পাথরটি মলিক মিয়ার বুকে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে আবদুল কাদিরকে আটক করে স্থানীয় লোকজন পুলিশের হাতে তুলে দেন।
কানাইঘাট থানার এসআই মজিবুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছ। আর আবদুল কাদিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ