ছাত্রলীগের এক নেতাকে লাঞ্ছিত করার অভিযোগে এবার প্রত্যাহার হলেন থানার ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের ধর্মপাশায়।
শুধু তাই নয়, এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবুল হাসেমকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে।
প্রত্যাহার হওয়া ওই তিন পুলিশ কর্মকর্তা হলেন- ধর্মপাশা থানার ওসি মো. দেলোয়ার হোসেন, উপ-সহকারী পরিদর্শক আনোয়ার হোসেন ও উপ-পরিদর্শক জহিরুল ইসলাম।
বুধবার তাদেরকে সুনামগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
জানা গেছে, ঘটনার সূত্রপাত স্থানীয় জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসেম আলমের ছেলে আল-মোজাহিদের ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের উপ-আন্তর্জাতিক সম্পাদক আফজাল খানের মধ্যে। আফজাল হেফাজতে ইসলামের সহিংসতার কিছু ছবি ফেইসবুকে পোস্ট করলে মোজাহিদ তার দলবল নিয়ে মঙ্গলবার ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনে উত্তেজনা সৃষ্টি করেন। একপর্যায়ে পুলিশও তাদের পক্ষ নিয়ে আফজালকে হাতকড়া পরিয়ে ক্ষমা চাইতে বাধ্য করেন এবং থানায় নিয়ে যায়।
পরে পরিচয় পাওয়ার পর আফজালকে ছেড়ে দেয় পুলিশ।
বিডি প্রতিদিন/কালাম
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        