লকডাউনে স্বাস্থ্যবিধি না মানায় সিলেটে ৭২ জনকে জরিমানা করেছেন জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
বুধবার লকডাউনের প্রথম দিনে ৭২ জনের বিরুদ্ধে মামলার বিপরীতে ৪৩ হাজার ৮৫০ টাকা জরিমানা করা হয়।
সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (জেএম শাখা) মো. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, লকডাউন অমান্য করায় স্বাস্থ্যবিধি আইনে তাদের এই জরিমানা করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন