সিলেটে স্ত্রীকে হত্যা করে পালিয়ে ছিলেন স্বামী। হত্যাকান্ডের প্রায় পাঁচ মাস পর সেই স্বামীকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সিলেট আদালতে তাকে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানালে বিচারক তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
স্বামী আল মামুন (২৮) বরিশাল জেলার বাবুগঞ্জ থানার চরহোগলা গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে। সে সিলেট নগরীর উত্তর কাজিটুলার অন্তরঙ্গ ৪/১ নম্বর বাসায় স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতো।
মামলার বিবরণ হতে জানা যায়, যৌতুকের দাবি ও পারিবারিক দ্বন্দ্বের জের ধরে গত বছরের ২৩ নভেম্বর কাজিটুলার বাসায় স্ত্রী সৈয়দ তামান্না আক্তারকে মারধর ও শ্বাসরুদ্ধ করে পালিয়ে যায় আল মামুন। পালানোর সময় সে স্ত্রীর স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এ ঘটনায় নিহত তামান্নার ভাই সৈয়দ আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও আল মামুনকে ধরতে ব্যর্থ হয় পুলিশ।
তথ্য প্রযুক্তির সহায়তায় আল মামুনের অবস্থান ঢাকার কদমতলী থানাধীন মুরাদপুরে সনাক্ত করে গত রবিবার সিলেট কোতোয়ালী থানার একদল পুলিশ অভিযান চালায়। রাত সাড়ে ৯টায় অভিযানকালে আল মামুন মুরাদপুরের একটি মসজিদের ভেতরে ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়।
সোমবার তাকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চান তদন্তকারী কর্মকর্তা এসআই আবদুল মান্নান। শুনানী শেষে বিচারক সাইফুর রহমান ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে, আল মামুন গ্রেফতারের খবর পেয়ে সোমবার আদালতে ছুটে আসেন তামান্না আক্তারের মা। এসময় তিনি তার মেয়ের খুনির ফাঁসির দাবি জানান।
বিডি প্রতিদিন/হিমেল