মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে ঘরবন্দি ৮০০ গরীব অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। শনিবার (১ মে) 'শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক' ও 'মৌলভীবাজার ডিস্টিক এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক'-এর উদ্যোগে শহরের কলেজ সড়কে ষ্টার কমিউনিটি সেন্টারে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্ঠা মুক্তিযোদ্ধা অধ্যাপক সাইয়্যিদ মুজিবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আছকির মিয়া, দ্বারিকাপাল মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল আবাসন শিল্প সংস্থার সভাপতি আবু সিদ্দিক মো. মুসা, শ্রীমঙ্গল উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, প্রেসক্লাব সহসভাপতি কাওছার ইকবাল।
সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইকরামুল ইসলাম ইমন। খাদ্য সামগ্রীর মধ্য ছিল ১০ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ১ লিটার তৈল, ২ কেজি আল ও ৩ কেজি পিঁয়াজ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত