প্রাণঘাতি করোনাভাইরাসে সিলেটের বিশ্বনাথ উপজেলায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১ মে) সিলেট রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন ও অন্যজন নিজ বাড়িতে মারা যান। মৃতরা হলে- সদর ইউনিয়নের রজকপুর গ্রামের মদরিস আলীর স্ত্রী আরফুল বেগম (৮০) ও লামাকাজি ইউনিয়নের আকিলপুর গ্রামের মৃত মোজেফর আলীর ছেলে শরীফ উদ্দিন (৫০)। এ নিয়ে উপজেলায় করোনায় মৃত্যুর সংখ্যার দাঁড়ালো ১০ জনে।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সূত্র জানায়, গত ২৯ এপ্রিল করোনায় আক্রান্ত শনাক্ত হবার পর সিলেট রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সদর ইউনিয়নের রজকপুর গ্রামের মদরিস আলীর স্ত্রী আরফুল বেগম (৮০)। আর ২৮ এপ্রিল করোনা শনাক্ত হবার পর নিজ বাড়িতেই আইসোলেশনে ছিলেন লামাকাজি ইউনিয়নের আকিলপুর গ্রামের মৃত মোজেফর আলীর ছেলে শরীফ উদ্দিন (৫০)। পরে আজ শনিবার মৃত্যু হয় তাদের।
এ তথ্য নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মূসা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এখন পর্যন্ত এ উপজেলায় আক্রান্ত ২৬৩ জনের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। আইসোলেশনে আছেন আরও ১২জন রোগী। অন্যরা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত