সিলেটের বিশ্বনাথে প্রতিপক্ষের গুলিতে নিহত স্কুলছাত্র সুমেলের লাশ নিয়ে থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন প্রতিবাদী জনতা।
রবিবার (২রা মে) বিকেল সাড়ে ৩টায় ‘চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলন এবং এলাকাবাসীর ব্যানারে অবস্থান নিয়ে, সুমেল হত্যার মূল অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করার দাবি জানানো হয়।’
এর আগে ১লা মে (শনিবার) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের চৈতননগর গ্রামে রাস্তা নিয়ে সংঘর্ষকালে প্রতিপক্ষের গুলিতে নিহত হন সুমেল আহমদ (১৮)। সে ওই গ্রামের মানিক মিয়ার ছেলে ও স্থানীয় শাহজালাল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন