১১ মে, ২০২১ ১২:১০

নতুন জামায় সুুবিধাবঞ্চিত শিশুদের ‘ইচ্ছে পূরণ’

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

নতুন জামায় সুুবিধাবঞ্চিত শিশুদের ‘ইচ্ছে পূরণ’

সিলেটের বিশ্বনাথ উপজেলায় সুবিধাবঞ্চিত শিশুদের ইচ্ছেনুযায়ী ঈদের নতুন জামা-কাপড়, জুতা ও খেলনা কিনে দিয়ে তাদের ‘ইচ্ছে পূরণ’ করলো ‘ডেফোডিল অ্যাসোসিয়েশন’।

সুবিধাবঞ্চিত শিশুদের সাথে নিয়ে সোমবার উপজেলা সদরের শপিংমল ঘুরে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দেন সংগঠনের নেতৃবৃন্দ। কেনাকাটা শেষে তাদের পরিবারের জন্যে ঈদ সামগ্রীও তুলে দেন তারা।

এসময় ইচ্ছেমতো নতুন জামা-কাপড় পাওয়া এসব শিশুদের চোখে-মুখে ছিল খুশির ঝিলিক। কেউ কেউ শপিং ব্যাগ খুলে বার বার দেখছিল পছন্দে কেনা নতুন জুুতা-জামা। শিশুরা জানায়, নিজেদের পছন্দ মতো ঈদের পোশাক পেয়ে খুশি। এবার ঈদে এসব পড়ে ইচ্ছে মতো ঘুুরবে তারা।

বিশ্বনাথ ডেফোডিল অ্যাসোসিয়েশন’র সভাপতি এমদাদ হোসেন নাঈম ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, মানুষের মুখে হাসি ফুটানো পণ্যের কাজ। আমরা সাধ্যমতো সুবিধাবঞ্চিত শিশুদের তাদের ইচ্ছেমতো ঈদের কেনাকাটা করে দিয়েছি। এতেই তারা মহাখুশি।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর