সিলেটের বিশ্বনাথ উপজেলায় মুষলধারার বৃষ্টিতে কৃত্রিম বন্যার দেখা দিয়েছে। বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে নিম্ন এলাকা। উপজেলা সদরের পৌরসভা অফিস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও কৃষি অফিসসহ বিভিন্ন আবাসিক ভবনের সামনের অংশ ও রাস্তাঘাটে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে থেমে থেমে ও রাত থেকে বুধবার দিনব্যাপী বৃষ্টির কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলে প্রতি বছর এভাবে অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সেবা গৃহীতারা পানিবন্দি হয় বলে জানা গেছে।
সরেজমিন কৃষি অফিসে গিয়ে দেখা যায়, অফিসের প্রবেশ প্রথে জমেছে হাঁটুপানি। এসময় পানি মাড়িয়ে বহু কষ্টে প্রণোদনার সার-বীজ মাথায় করে নিচ্ছিলেন কৃষকরা। ভিজে অফিসে প্রবেশ করেন কর্মকর্তা-কর্মচারীরা। প্রায় একই রকম পানি পৌরসভা অফিস ও জনস্বাস্থ্য অফিসের সামনেও। এছাড়াও বিভিন্ন আবাসিক এলাকায় রাস্তায় ও সামনের অংশে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
কৃষকরা জানান, প্রতি বছর এই সময়টাতে অফিসের সামনের রাস্তা পানিতে ডুবে রয়। এতে কৃষি উপকরণ, সার-বীজ নিতে আমাদের ভোগান্তিতে পড়তে হয়।
এ বিষয়ে কথা হলে উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় ‘বাংলাদেশ প্রতিদিন’ বলেন, ভারী বৃষ্টি হলেই এ অবস্থার সৃষ্টি হয়। এতে সাময়িক অসুবিধা দেখা দেয়। আমাদের নতুন ভবন তৈরি হচ্ছে। তখন আর জলাবদ্ধতার সমস্যা থাকবে না।
বিডি প্রতিদিন/এমআই