সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান ডোবায় পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩ জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে সিলেট শহরতলীর জালালাবাদ থানাধীন তেমুখী-বাদাঘাট সড়কের মইয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নির্মাণ শ্রমিক রুবেল মিয়া (২২) সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানার কামারটিলার মৃত কালা মিয়ার ছেলে।
সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত উপ কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, সকালে নগরীর আম্বরখানা থেকে একটি পিকআপ ভ্যানে করে কয়েকজন শ্রমিক কাজের উদ্দেশ্যে বাদাঘাটের দিকে যাচ্ছিলেন। তেমুখী-বাদাঘাট সড়কের মইয়ারচর এলাকায় যাওয়ার পর পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে গেলে রুবেল মিয়াসহ অন্তত ৪ জন শ্রমিক আহত হন। আশঙ্কাজনক অবস্থায় রুবেল মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বিডি প্রতিদিন/এএম
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        