হবিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কুপিয়ে খুন করা হয় শাহজাহান মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে। এ ঘটনায় র্যাব শাহজাহানের ছোট তিন ভাইকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মগবাজার এলাকা থেকে ওই তিনজনকে গ্রেফতার করে র্যাব।
বুধবার গ্রেফতারকৃতদের নিয়ে সংবাদ সম্মেলন করে র্যাব। পরে তাদেরকে হবিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, হবিগঞ্জ সদর থানাধীন সুখচর গ্রামের আবদুল কুদ্দুছের ছেলে জয়নাল মিয়া, বিলাল মিয়া ও আকছির মিয়া। নিহত শাহজাহান মিয়া তাদের বড় ভাই।
র্যাব জানায়, গত শুক্রবার দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শাহজাহান মিয়াকে কুপিয়ে হত্যা করে তার আপন ভাইয়েরা। ঘটনার পর থেকে তারা পলাতক ছিল। মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার মগবাজারে অভিযান চালিয়ে শাহজাহান মিয়ার ছোট তিন ভাইকে গ্রেফতার করে র্যাব।
এর আগে হত্যাকাণ্ডের ঘটনায় নিহত শাহজাহান মিয়ার স্ত্রী বাদী হয়ে ১৪ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন