সিলেট নগরীরসহ জেলার অধিকাংশ এলাকা বন্যাকবলিত। বন্যার পানিতে বন্দী মানুষজন ভীষণ কষ্টে দিন অতিবাহিত করছেন। এ অবস্থায় ‘বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই’ এই শ্লোগানকে সামনে রেখে সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বীর মুক্তিযোদ্ধা একুশে পদকপ্রাপ্ত শব্দসৈনিক ড. অরূপ রতন চৌধুরী।
শুক্রবার (২০ মে) দুপুরে ড. অরূপ রতন চৌধুরী ব্যক্তিগত উদ্যোগে বিশ্বনাথের লামাকাজী ইউনিয়নে আকিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বন্যার্ত ২৫০ জনকে নগদ অর্থ প্রদান করেন।
 
এ সময় ড. অরূপরতন চৌধুরী বলেন, প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সিলেট অঞ্চলে আকস্মিক অকাল বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানসহ দলমত নির্বিশেষে সবাইকে এই দুর্যোগের সময় অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, কবি মুহিবুর রহমান কিরণ, সাবেক চেয়ারম্যান মো. লালা মিয়া, এডভোকেট কল্যাণ চৌধুরী, নজরুল ইসলাম, সন্তোষ রঞ্জন পাল, বারীন্দ্র দাস সজীব, সুমন বিপ্লব, মিহির মোহন প্রমুখ। বন্যার্ত অসহায় মানুষদের সহায়তায় এগিয়ে আসার জন্য ড. অরূপ রতন চৌধুরীকে ধন্যবাদ জানান বক্তারা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        