২৩ মে, ২০২২ ১৯:৩১

হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সের চাপায় রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সিলেট

হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সের চাপায় রোগীর মৃত্যু

ফাইল ছবি

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসাতালের ইমার্জেন্সি বিভাগের সামনে অ্যাম্বুলেন্সচাপায় এক বৃদ্ধ রোগীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের নাম আব্দুল মালিক (৬৫)। তিনি মৌলভীবাজার সদর থানার বাউলবাগ গ্রামের মৃত সােয়াব উল্লাহর ছেলে।

ওসমানী হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, আব্দুল মালিক দুইদিন আগে ওসমানী হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। একটি পরীক্ষা করানোর জন্য সোমবার দুপুর ২টার দিকে তাকে নিয়ে স্বজনরা হাসপাতালের নিচে নামেন। এরপর আব্দুল মালিককে হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের সামনে একটি গাছের নিচে দাঁড় করিয়ে রেখে গাড়ি আনতে গেলে একটি অ্যাম্বুলেন্স ব্যাক গিয়ার দিয়ে ঘুরানোর সময় আব্দুল মালিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

জানা যায়, যিনি অ্যাম্বুলেন্স চালিয়ে ওই বৃদ্ধ রোগীকে চাপা দেন তার নাম সজিব আহমদ। তিনি মূল চালকের সহকারী। চালকের অনুপস্থিতিতে অ্যম্বুলেন্সটি চালাতে গিয়েছিলেন সজিব।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্লাহ তাহের জানান, পুলিশ অ্যাম্বুলেন্সটি জব্দ করেছে। তবে সজিব আহমদ পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর