নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, নির্বাচনকে প্রভাবমুক্ত করার লক্ষ্যে বর্তমান নির্বাচন কমিশন সকল ব্যবস্থা নিয়েছে। সকল ভোট গ্রহণকেন্দ্রও সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে।
রবিবার সিলেটের বিয়ানীবাজারে 'নির্বাচনী আচরণবিধি প্রতিপালন বিষয়ক' মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এ সভার আয়োজন করে। এছাড়া তিনি প্রর্থীদের আশ্বস্ত করেন বলেন, সকল ইভিএম ত্রুটি ও প্রভাবমুক্ত তাই একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য প্রয়োজন সকলের শান্তিপূর্ণ সহঅবস্থান যা সকলের কাছে কাম্য।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার আশিক নূরের সভাপতিত্বে মতবিনিময় সভায় নির্বাচনী আচরণবিধি, নির্বাচন পূর্ববর্তী এবং নির্বাচনকালীন নিয়মাবলী, ইভিএম এর ব্যাবহার ও কার্যপ্রণালী , ভোটগ্রহণ পদ্ধতি, ভোটার তালিকা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যাবস্থা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত