নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, বিশেষজ্ঞ ও বিশিষ্টজনেরা পরীক্ষা-নিরীক্ষা করে মতামত দিয়েছেন ইভিএম মেশিনে কোন ত্রুটি নেই। এই মেশিনের সবকিছু যে কোন সময় দেখা যাবে। ইভিএম দিয়ে ভোট কারচুপির কোন সুযোগ নেই। ভোট শুরুর পর ইভিএমে শূন্য থেকে গণনা হচ্ছে কি-না তা প্রার্থী এবং কেন্দ্রে থাকা এজেন্টরা দেখতে পারবেন।
রবিবার সকালে তিনি সিলেটের বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণবিধি প্রতিপালন বিষয়ক’ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান আরও বলেন, বর্তমান নির্বাচন কমিশন ভোটের ইতিবাচক ইমেজ তৈরিতে বদ্ধপরিকর। সুষ্ঠু ভোট করতে সর্বশক্তি প্রয়োগ করা হবে। অনিয়ম করলে প্রয়োজনে প্রশাসনের কর্মকর্তাদেরও আইনের আওতায় আনা হবে।
নির্বাচন কমিশনার বলেন, দেশে মাঝখানে কিছু সময় নির্বাচন ব্যবস্থা অগোছালো ছিল। এখন সবকিছু স্বচ্ছ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে। বর্তমান নির্বাচন কমিশন ল্যাংড়া নয়। আমরা সবকিছু সাংবিধানিক দায়িত্ব নিয়ে করবো। কে কোন দলের, কে কোন প্রতীকের তা দেখার সুযোগ নেই।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূরের সভাপতিত্বে এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মজিবুর রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন, রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হোসেন, সহকারি রিটার্নিং কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন, এবং মেয়র ও কাউন্সিলার প্রার্থীরা।
প্রসঙ্গত, আগামী ১৫ জুন বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ করা হবে ইভিএমে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন