সিলেট ও সুনামগঞ্জের অসহায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। দুই জেলার ১০ হাজার পরিবারের জন্য ঢাকা থেকে পাঠানো হয়েছে খাদ্য সামগ্রী। সিলেটের ৭ হাজার ও সুনামগঞ্জের ৩ হাজার বন্যার্ত পাবেন বসুন্ধরা গ্রুপের এই খাদ্য সামগ্রী।
রবিবার সিলেটে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল ও সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার-উল-হাকিমের কাছে ত্রাণ সামগ্রীগুলো হস্তান্তর করা হয়। পরে ক্ষতিগ্রস্তদের তালিকা করে সিলেটের বিভিন্ন উপজেলায় জেলা পুলিশ ও সুনামগঞ্জে জেলা প্রশাসন বসুন্ধরা গ্রুপের প্রদত্ত ত্রাণ সামগ্রীগুলো বিতরণ করবে।
সিলেটে ত্রাণ সামগ্রী হস্তান্তরকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান ও সহকারী পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম। বসুন্ধরা গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শাহ্ দিদার আলম নবেল, কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক ইয়াহইয়া ফজল, বাংলানিউজ২৪ডটকম’র সিনিয়র করেসপন্ডেট নাসির উদ্দিন, নিউজটোয়েন্টিফোর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক সৈয়দ রাসেল, কালের কণ্ঠের আলোকচিত্রি আসকার আমিন রাব্বি, বাংলানিউজের আলোকচিত্রি মাহমুদ হোসেন, নিউজটোয়েন্টিফোরের ক্যামেরাপার্সন শফি আহমদ ও ফটো সাংবাদিক পল্লব ভট্টাচার্য্য।
ত্রাণ গ্রহণকালে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল বলেন, এবার ভয়াবহ বন্যায় সিলেটের নিম্ন আয়ের মানুষ মারাত্মক কষ্টের মধ্যে রয়েছে। বন্যায় অনেকের কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মহীন হয়ে অনেক মানুষ পরিবার নিয়ে সীমাহীন দুর্ভোগের মধ্যে রয়েছে। বিশেষ করে জকিগঞ্জ, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার মানুষ বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। খাদ্য সামগ্রী নিয়ে এই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ প্রমাণ করেছে তারা শুধু ব্যবসা-বাণিজ্য নয়, দেশ ও মানুষের কল্যাণের কথা চিন্তা করে। তাদের এমন উদ্যোগ খুবই প্রশংসনীয়। সিলেট জেলা পুলিশ অসহায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে বসুন্ধরা গ্রুপের এই ত্রাণ তাদের হাতে পৌঁছে দেবে।
বসুন্ধরা গ্রুপের ত্রাণ সামগ্রী সুনামগঞ্জ জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।
অন্যদিকে, সুনামগঞ্জে ত্রাণ সামগ্রী হস্তান্তরকালে বসুন্ধরা গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মাসুম হেলাল। জেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার-উল-হাকিম, সহকারী কমিশনার মেহেদী হাসান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম।
প্রসঙ্গত, এ বছর আগাম বন্যায় সিলেটের প্রায় সকল উপজেলা ও সুনামগঞ্জের কয়েকটি উপজেলা তলিয়ে যায়। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণের জন্য হাহাকার দেখা দেয়। এই অবস্থায় সিলেট ও সুনামগঞ্জের ১০ হাজার পরিবারের পাশে ত্রাণ নিয়ে দাঁড়ালো বসুন্ধরা গ্রুপ। আজ ও আগামীকালের মধ্যে এই ত্রাণ সামগ্রীগুলো অসহায় বন্যার্ত পরিবারের কাছে পৌঁছে দেয়া হবে।
বিডি প্রতিদিন/আরাফাত