সিলেটে নিজ বসতঘরের ভেতর থেকে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত রবিবার রাত ৯টার দিকে আয়েশা সিদ্দিকা (১৫) নামের ওই ছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। সে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গোটারগাঁও গ্রামের প্রবাসী আবদুল আহাদের মেয়ে। সে স্থানীয় মীরগঞ্জ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী।
পুলিশ জানায়, আয়েশা সিদ্দিকা নামের ওই কিশোরীকে নিজ শয়নকক্ষের সিলিং ফ্যানের সাথে ঝুলতে দেখে পরিবারের সদস্যরা তাকে নামিয়ে আনেন। কিন্তু এর আগেই মারা যায় সে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
গোলাগঞ্জ থানার এসআই পার্থ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কিশোরীটি আত্মহত্যা করে থাকতে পারে।
বিডি প্রতিদিন/এএম