সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশাল শোক র্যালি করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। সোমবার বিকেল ৩টায় নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে র্যালিটি বের হয়।
র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় গিয়ে সমাবেশে মিলিত হয়। র্যালিতে সিলেট জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদিরের সভাপতিত্বে ও জেলা সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য ও সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।
বিডি প্রতিদিন/এমআই