সিলেটের কানাইঘাটে সাবেক ডাকসু ভিপি ও কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুরের রাজনৈতিক দল গণঅধিকার পরিষদের পথসভায় ধাওয়া দিয়েছে স্থানীয় ছাত্রলীগ। বুধবার বিকেল ৫টার দিকে কানাইঘাট পৌরসদরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কোনো ধরনের ঘোষণা ছাড়াই নুরুল হক নুরের রাজনৈতিক দল গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা বিকেল সাড়ে ৪টার দিকে একটি মিছিল বের করে। মিছিলটি কানাইঘাট পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উত্তর কানাইঘাট বাজারের আন-নূর টাওয়ারের সামনে এসে পথসভা শুরু করে।
পথসভা শেষ হওয়ার আগেই স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা নুরুল হক নুরের দলের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে পাশের একটি বিল্ডিংয়ের পার্কিংয়ে ঢুকিয়ে অবরুদ্ধ করে রাখেন। এসময় ছাত্রলীগ নেতাকর্মীদের মারধরে গণঅধিকার পরিষদের কয়েকজন রক্তাক্ত আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে এবং পরিস্থিতি শান্ত করে।
গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা করেছে। এতে তাদের অন্তত ৬ নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।
এ বিষয়ে কানাইঘাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাজা শামীম আহমদ শাহীন বলেন, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে গালিগালাজ করছিলেন। এসব শুনে স্থানীয় ছাত্রলীগের কিছু কর্মী সহ্য করতে না পেরে তাদের ধাওয়া দেয়। হামলার কোনো ঘটনা ঘটেনি।
বিডি প্রতিদিন/এমআই