সিলেটের ওসমানীনগর উপজেলায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলাকালে উপজেলার তাজপুর বাজারে অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন ভাঙচুর করা হয়। এসময় সিলেট-ঢাকা মহাসড়কে প্রায় একঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে তাজপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ শুক্রবার সকাল ১০টা পর্যন্ত উপজেলার তাজপুর বাজার এলাকার সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
জানা গেছে, তাজপুর ডিগ্রি কলেজের দুই শিক্ষার্থীর দ্বন্দ্বের জের ধরে উপজেলা ছাত্রলীগের দুই গ্রুপ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে সংঘর্ষে জড়ায়। বেলা ২টার দিকে উভয় গ্রুপের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তাজপুর বাজারে ফের সংঘর্ষে লিপ্ত হয়। এসময় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সংঘর্ষটি এলাকাভিত্তিক ছড়িয়ে পড়ে। দুই পক্ষে দুই এলাকার লোকজন জড়িয়ে পড়েন। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকেল ৪টার দিকে উভয়পক্ষ তাজপুর বাজারে ফের সংঘর্ষে জড়িত হয়। এসময় উভয় পক্ষ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করেন। এসময় সিলেট-ঢাকা মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে আবারও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে তাজপুর বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ শুক্রবার ১০টা পর্যন্ত তাজপুর বাজারে সকল ধরণের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলিমা রায়হানা।
ওসমানীনগর থানার ওসি এস এস মঈন উদ্দিন বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি নির্বাহী আদেশের মাধ্যমে বাজার এলাকার ব্যবসা প্রতিষ্ঠানসহ সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন