সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক পংকি খান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পংকি খান আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে
তার বয়স ছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, পংকি খান বিশ্বনাথ পৌরশহরের মজলিস ভোগশাইল (জাহারগাঁও) গ্রামের মৃত হাসন খানের বড় ছেলে। তার জানাজার নামাজ
আগামীকাল রবিবার দুপুর আড়াইটায় বিশ্বনাথ কামিল মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে দলীয় একটি সূত্র নিশ্চিত করেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন