মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল, মো. মুন্না মিয়া ও শাহিন মিয়া।
গত বুধবার রাতে শহরের ভানুগাছ সড়কের রাবার বাগান থেকে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের নিকট থেকে ১টি দেশীয় তৈরি পিস্তল, ১টি ডেগার, ১টি করাত, ১টি স্টিলের রুল, ১টি কাঠের রুল ও ১টি সাইকেলের চেইন উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল থানার ওসি মো. শামীম অর রশীদ তালুকদার বলেন, ডাকাতির প্রস্তুকালে তাদের গ্রেফতার করা হয়। এছাড়া গত ১৪ জুলাই রাতে একই সড়কে বেলতলী এলাকায় ডাকাতির ঘটনার সাথেও তারা জড়িত ছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে এবং তাদের সঙ্গীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন