সিলেটের কানাইঘাটে আওয়ামী লীগের সাথে সংঘর্ষের ঘটনায় বিএনপির ৬১ নেতাকর্মীর নাম উল্লেখসহ আরও প্রায় ২০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার রাতে কানাইঘাট পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফজল হোসেন বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। মামলা রেকর্ডের সত্যতা নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ওসি মো. তাজুল ইসলাম।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন-কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ, সাধারণ সম্পাদক শরিফুল হক ও সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান, পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
এর আগে গত সোমবার নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। এসময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে হামলা চালালে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
এই ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ‘অরাজকতা সৃষ্টি’র অভিযোগ এনে থানায় মামলাটি দায়ের করেন ছাত্রলীগ নেতা আফজল হোসেন।
বিডি প্রতিদিন/এমআই