কোভিডকালীন সৌদি আরবগামী প্রবাসীদের কোয়ারেন্টাইন খরচ বাবদ আর্থিক অনুদান দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ‘ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড’। বৃহস্পতিবার দুপুরে সিলেটের ৯০০ সৌদি প্রবাসী এই অনুদানের টাকা পান। কোয়ারেন্টাইন খরচ বাবদ প্রত্যেকের হাতে ২৫ হাজার টাকা করে তুলে দেন ‘ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড’র যুগ্মসচিব ও পরিচালক (অর্থ ও কল্যাণ) শোয়াইব আহমাদ খান।
অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শোয়াইব আহমাদ খান বলেন, কোভিডের সময় যেসব প্রবাসী সৌদি আরব গিয়েছেন তাদের নিজ খরচে কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে। সরকারিভাবে এই খরচ বহনের উদ্যোগ নিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ অনুরোধ জানিয়েছিলেন প্রধানমন্ত্রীকে। সেই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী সৌদিগামী প্রবাসীদের কোয়ারেন্টাইন খরচ দেওয়ার সিদ্ধান্ত নেন। ‘ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড’ প্রধানমন্ত্রীর নির্দেশে প্রত্যেক সৌদিগামী প্রবাসীকে কোয়ারেন্টাইন খরচ বাবদ ২৫ হাজার টাকা প্রদান করছে।
যুগ্মসচিব শোয়াইব আহমাদ খান আরও জানান, ‘ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড’ প্রবাসীদের কল্যাণে কাজ করছে। যদি কোনো প্রবাসী অসুস্থ হয়ে দেশে ফিরে আবেদন করেন, তবে তাকে চিকিৎসা বাবদ সহযোগিতা করবে বোর্ড। বিদেশে কোনো প্রবাসী মারা গেলে লাশ দেশে আনা, দাফন এবং পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার সুযোগ রয়েছে বোর্ডে। প্রবাসীদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান ও পড়ালেখার খরচ দিয়ে থাকে এই বোর্ড।
শোয়াইব আহমাদ জানান, সৌদি আরবে কোনো প্রবাসী মারা গেলে সেদেশের সরকার একটি বড় আর্থিক সহায়তা দেয়। ‘ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ড’ এই সহায়তা প্রাপ্তিতে কাজ করে। কিন্তু অনেকেই বোর্ডের কার্যক্রম সম্পর্কে ওয়াকিবহাল নয় বলে এই সুবিধাপ্রাপ্তি থেকে বঞ্চিত হন।
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ।
বিডি প্রতিদিন/এমআই