সিলেটের জাফলং বেড়াতে গিয়ে মাহিদুল নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। পানিতে ডুবে নিখোঁজ হওয়া ওই যুবকের লাশ মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টায় উদ্ধার করা হয়। তিনি নরসিংদী জেলার বাগহাটা এলাকার দেলোয়ার মিয়ার ছেলে ও নরসিংদীর আইডিয়াল কলেজের ২য় বর্ষের ছাত্র।
এর আগে আজ দুপুর সোয়া ২টার দিকে জাফলংয়ে নদীতে সাঁতার কাটতে নেমে মাহিদুল ইসলাম (১৯) নামের ওই যুবক নিখোঁজ হন।
জাফলং টুরিস্ট পুলিশের ইনচার্জ মো. রতন শেখ জানান, নরসিংদী থেকে মাহিদুল এবং তার আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব মিলে ১৩ জনের একটি দল জাফলং বেড়াতে এসেছিল। এর মধ্যে তিন বন্ধু নদীতে সাঁতার কাটতে নামলে মাহিদুল তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালায়। সন্ধ্যা সোয়া ৬টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর