সিলেটে ফের বাড়ছে করোনা সংক্রমণ। সেই সাথে মৃত্যুর ঘটনাও ঘটছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে এক বৃদ্ধা মারা গেছেন। এ নিয়ে গেল ৬ দিনে করোনায় চারজনের প্রাণহানি ঘটলো।
ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, গেল ২৪ ঘণ্টায় যে বৃদ্ধার মৃত্যু হয়েছে তিনি সিলেট সদর এলাকার বাসিন্দা। ৯০ বছর বয়সী ওই বৃদ্ধা করোনার উপসর্গ নিয়ে ঈদের আগের দিন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন। পরে নমুনা পরীক্ষায় তার করোনা সনাক্ত হয়। বুধবার বিকালে তিনি মারা যান। বৃহস্পতিবার স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে সিলেটে গত ৯ জুলাই ২ জন ও ১০ জুলাই আরও একজন করোনা আক্রান্ত হয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যান।
এদিকে, স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ২১ জনের করোনা সনাক্ত হয়েছে। ১৪১ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা সনাক্ত হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ১৪.৮৯ ভাগ। আক্রান্ত সনাক্তদের মধ্যে সিলেটের ১৭ জন, সুনামগঞ্জের ৩ জন ও মৌলভীবাজারের ১ জন রয়েছেন।
আর এ নিয়ে এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনা সনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ১৬০ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬৫ হাজার ৫১০ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১ হাজার ২৪০ জন।
বিডি প্রতিদিন/আবু জাফর