সিলেটে বজ্রপাতে আওয়ামী লীগ নেতাসহ দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের পুরান কালারুকা এলাকার ফাটাবিলে এ ঘটনা ঘটে। হতাহতরা ওই বিলে মাছ ধরতে গিয়েছিলেন।
নিহতরা হলেন- পুরান কালারুকা লামাগাঁও এর মৃত ছইদ উল্লাহ’র ছেলে সিরাজ উদ্দিন (৫৫) ও একই গ্রামের মৃত ওয়ারিছ উল্লাহর ছেলে নওশাদ মিয়া (৪৫)। এর মধ্যে সিরাজ উদ্দিন জালালাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আহতরা হলেন- একই গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে ফজর আলী (৬৬) ও মৃত জহুর আলীর ছেলে নজরুল ইসলাম নজই (৪২)।
জালালাবাদ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল্লাহ ইসহাক জানান, শনিবার রাতে স্থানীয় ফাটাবিলে নৌকা নিয়ে মাছ ধরতে যান এলাকার কয়েকজন। রাত সাড়ে ১২টার দিকে বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুইজন মারা যান। গুরুতর আহতাবস্থায় দুইজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিডি প্রতিদিন/এএম